Friday, 28 June 2024

জামালপুরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

 জামালপুরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল  দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

                           JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে  বিক্ষোভ করেছে অভিভাবকরা। বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারী অভিভাবকরা। ২৬ ২৬ শে জুন বুধবার সকালে এডহক কমিটি বাতিল ও দুর্ণীতিবাজ প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা। 

এসময় অভিবাবকরা অভিযোগ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সারোয়ার হোসেন মহান ও প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বিদ্যালয়ের তিনটি নিয়োগে ৪২ লাখ টাকা দুর্ণীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। কমিটির মেয়াদ শেষ হবার পর গোপনে এডহক কমিটি গঠন করে তারা।

অভিভাবকদের বিক্ষোভের সময় সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের পক্ষের লোকজনের মাঝে উত্তজনা ছড়িয়ে পড়ে। পরে সদর থানার ওসি মহব্বত কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, দুর্ণীতির বিষয়ে অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। দুই পক্ষের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।