নিজস্ব প্রতিবেদকঃ
ঘটনা ঘটেছে মেলান্দহ ঘোষের পাড়া পাঠানপাড়া মৌজার হিন্দুদের ওপর মিথ্যা মামলা হামলা ও জমি জোরপূর্ব দখলের চেষ্টায়,
৬০/৭০ বছরের অসুস্থ মহিলা পুরুষকে জমিতে শুয়ে রেখে জমি দখলের পায়তারা চলছে বলে জানা যায়।
এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবনায় আতঙ্কে আছে সংখ্যালঘু শ্রী ধনরঞ্জন দেবনাথ , দিলীপ দেবনাথ এর পরিবার,ও তার সদস্যরাসহ এলাকাবাসী ।
মেলান্দহ ঘোষের পাড়া পাঠানপাড়া মৌজায় এক একর ৮২ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা পায়তারা করছেন সন্ত্রাসী ও ভূমিদস্য ,লালচান, আব্দুর রশিদ উদয়, সুজন মিয়া, আজাদ মিয়া, কমলা বেগম, মিজানুর রহমান গং।
জানা যায় উক্ত জমি জোরপূর্বক দখলের নেওয়ার চেষ্টা চালিয়েছে যাচ্ছেন এই বিষয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শ্রী ধনরঞ্জন দেবনাথ।
উক্ত ঘটনা মেলান্দহ থানা পুলিশ এস আই মদন চন্দ্র শীল এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন।
ঘটনার সত্যতা পেয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে এবং আরেকটি সাধারণ ডাইরি করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার । এমনটাই জানিয়াছেন স্থানীয় প্রশাসন।