Tuesday, 8 October 2024

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা

 শুধুদেশ জনগণের পক্ষে

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে পাথালিয়া হযরত শাহা জামাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক সাইফুল ইসলাম খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার । 

এছাড়াও বক্তব্য দেন আশেক মাহমুদ কলেজ ইয়ুথ সদস্য ঝিনুক, পাথালিয়া ইয়ুথ সদস্য ফয়সাল, হোসনে আরা বিথী,কম্পোপুর ইয়ুথ সদস্য তাবাসসুম মনিষা,গোপালপুর ইয়ুথ গ্রুপের দলনেতা সানজিদা ইয়াসমিন।  

সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য , অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

 অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ সদস্য আসমাউল।

 বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।