Monday, 21 October 2024

আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

                                               শুধুদেশ জনগণের পক্ষে 

আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর পৌরশহরের বেলটিয়া বাজার এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য
মোঃ সোহেল গাজী (২৯)কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। সোমবার সকালে তাকে
একটি চোরাই ব্যাটারী চালিত অটো রিক্সাসহ আটক করা হয়। আটক ব্যক্তি পৌর
শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার মৃত বাদশা গাজীর ছেলে।

জামালপুর র‌্যাব-১৪,সিপি-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ  নাজমুল
ইসলাম পিপিএম(সেবা) জানান, আটক সোহল গাজী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন
স্থান থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে আসছিল। এ ঘটনায় জামালপুর
সদর থানায় একটি মামলা হয়েছে।