Friday, 11 October 2024

জামালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

 শুধুদেশজনগণের পক্ষে 

জামালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

স্টাফ রিপোর্টারঃ শাকিল হাসান

জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বেলা একটার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা কম্পিউটার ট্রেনটি দুপুর একটার দিকে দেওয়ানগঞ্জ স্টেশনে আসে।পরে ইঞ্জিনটি রক্ষণাবেক্ষণের জন্য স্টেশনের লোকশেডে নেওয়ার পথে ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় পড়ায় ট্রেনটি ফিরতি যাত্রায় যথাসময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

দেওয়ানগঞ্জ স্টেশনমাস্টার আব্দুল বাতেন বলেন, ময়মনসিংহ থেকে ইঞ্জিন এলে কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ ছেড়ে যাবে।