Wednesday, 27 November 2024

ইসলামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

                                শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের ইসলামপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি সাদিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামী আন্দোলনের উপজেলা আমির সুলতান মাহমুদ সিরাজী, নিহত লিটনের পিতা আব্দুস সবুর মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক জিহাদি হাসান খান নাবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সাধারণ ছাত্র সাব্বির খান লোহানী, আরো অনেকে। 

এ সময় ইসলামপুর উপজেলার আহত ৬ পরিবার ও নিহত ১ পরিবারের মধ্যে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

স্মরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনায় শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।