শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদনঃ
জামালপুরে রাজিব বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে । জানাযায় গতকাল ১৩ জানুয়ারি সদর উপজেলার ৮ নং বাঁশচড়া ইউনিয়নে মহনপুর ব্যাপারী পাড়া এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কের ঢাকা মেট্রো ঘ ১২ - ১২২৪ একটি রাজীব বাস ছোয়াদ (১২) নামে এক শিশু চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। নিহত ছোয়াদ হোসেন ওই এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন গেন্দার ছেলে।
এলাকার প্রত্যক্ষদশিরা জানান সোমবার বিকাল সাড়ে পাঁচটায় রাজিব বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা পড়োয়া শিশু শিক্ষার্থীর উপর তুলে দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নারায়ণপুর তদন্ত্র কেন্দ্রের আইসি মোঃ কামাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বাসটি জব্দ করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। তিনি আরো জানান ময়নাতদন্ত শেষে ১৩ই জানুয়ারি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে শিশুটির লাশ দাফনের সময় বাস মালিক পক্ষের কেউ জানাজায় অংশ গ্রহণ না করাই স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাজিব এন্টারপ্রাইজ এর সকল বাস যাতায়াত করতে বাঁধা প্রধান করার সংবাদ পাওয়া যাচ্ছে।