Tuesday, 7 January 2025

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ উদযাপন

                          শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ উদযাপন

শরীফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

 জামালপুরের ইসলামপুরে স্বনামধন্য নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয়েছে।

রবিবার(০৫জানুয়ারি) দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার শেষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার বলেন

স্বনামধন্য নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা ও সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তিনি নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে চললে শিক্ষা জীবনে সফলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউ মাইলস্টোন স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, সমাজসেবক মোঃ শাহ ফরিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল, সমাজসেবক খুশ মাহমুদ, ইমতিয়াজ আহমেদ নকিবসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।