শুধু দেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ এনজিও ফোরামে তাকধুম লিমিটেড ময়মনসিংহ রিজিয়নের মাসিক মিটিং সম্পন্ন হয়। উক্ত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাকধুম লিমিটেড ময়মনসিংহ রিজিয়নের সম্মানিত সিনিয়র এরিয়া মেনেজার জনাব আব্দুল হক সাহেব। দিন ব্যাপি উক্ত মিটিংয়ে সেলস & মার্কেটিং বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শেষে ময়মনসিংহ রিজিয়নের আওতাধীন জোন ইনচার্জদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উক্ত মিটিংয়ে সম্মাননা স্মারক গ্রহন করেন জনাব সাইফুল ইসলাম ( জোন ইনচার্জ, ময়মনসিংহ), জনাব হুমায়ুন কবির ( জোন ইনচার্জ, জামালপুর, জনাব ইকরাম হোসেন( জোন ইনচার্জ টাঙ্গাইল), জনাব আবির হোসেন( জোন ইনচার্জ কিশোরগঞ্জ), জনাব ফেরদৌস আহমেদ( জোন ইনচার্জ, নেত্রকোনা)।
এছাড়াও ময়মনসিংহ জোনের পক্ষ থেকে উক্ত মিটিং এর মধ্য মণি জনাব আব্দুল হক সাহেব কে সম্মাননা স্বারক তুলে দেন ময়মনসিংহ জোনের জোন ইনচার্জ এবং এস আর বৃন্দরা। এছাড়াও সেরা অর্জনকারী এস আর দের মাঝেও সম্মাননা ক্রেস্ট বিতরন করা হয়। সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে বিকাল ৫ ঘটিকায় প্রধান অতিথি উক্ত মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।