Friday, 21 March 2025

ইসলামপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

ইসলামপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিন (৫০) ওরফে টাকি মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। ২১ মার্চ(শুক্রবার) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রাম থেকে পুলিশ ধর্ষক টাকি মন্ডলকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে একটি ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। সেখানে উৎপেতে থাকা ফরিদ উদ্দিন টাকি মণ্ডল জোর করে শিশুকে জাবড়ে ধরে কলা গাছের আড়ালে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে, ধর্ষক টাকি মণ্ডল পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে টাকি মণ্ডলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।