Friday, 21 March 2025

জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ২৪ বোতল বিদেশী মদ ৩টি পিকআপসহ ৩জনকে গ্রেফতার

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ২৪ বোতল বিদেশী মদ ৩টি পিকআপসহ ৩জনকে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরে ১ হাজার ৪শ ৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশী মদসহ তিনটি পিকআপ ভ্যানে ৩জনকে আটক করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা রাতে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর মেডিকেল কলেজ সংলগ্ন শহরের ছোটগড় এলাকায় হাফিজুর রহমান আকন্দের পতিত জায়গায় অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাক থেকে তিনটি পিকআপে ভর্তি করার সময় জামালপুর সদর থানার পুলিশ ৯টি প্লাষ্টিকের সাদা বস্তা আটক করে। পরে বস্তা গুলো থেকে ১ হাজার ৪শ ৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এ সময় তিনটি পিকআপসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মৃত ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭), ভাবকী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান বাবু (২৪), পাটনিপাড়া গ্রামের সোহরাবের ছেলে হাফিজুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও বলেন,  গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল মালেক খোকনের নামে মেলান্দহ থানায় একটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

প্রেস ব্রিফিংয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।