Wednesday, 1 October 2025

ইসলামপুরে জামায়াত নেতা ড:সামিউল হক ফারুকীর পূজামণ্ডপ পরিদর্শনশারদীয়

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 
ইসলামপুরে জামায়াত নেতা ড:সামিউল হক ফারুকীর পূজামণ্ডপ পরিদর্শনশারদীয়

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. সামিউল হক ফারুকী  দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

১ অক্টোবর(বুধবার)বিকেলে তিনি ইসলামপুর পৌর শহরের কৈপতপাড়া, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি ও হরিসভা মন্দিরে পরিদর্শন করেন। এই সময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য শুভেচ্ছা বিনিময় করেছেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর জনাব রাশেদুজ্জামান, উপজেলা সেক্রেটারি মো. আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর উপজেলার সভাপতি মো. উজ্জ্বল মিয়া, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি ও পৌর মেয়র পদপ্রার্থী মো. মনির হোসেনসহ উপজেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই ড. ফারুকীর এই সফরকে ইতিবাচক ভাবে নিয়েছেন। কৈপতপাড়ার পূজা আয়োজক গন বলেন, ডঃ সামিউল হক ফারুকী তিনি আমাদের এখানে এসেছেন, খোঁজ নিয়েছেন, এটা সৌহার্দ্যের দৃষ্টান্ত। আমরা চাই সব রাজনৈতিক দলই এই মনোভাব পোষণ করুক।

ড. সামিউল হক ফারুকীর পূজামণ্ডপ পরিদর্শন শুধু শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ  নয় বরং আমরা তাকে সাধুবাদ জানাই বলে উল্লেখ করেছে।