Wednesday, 3 September 2025

জামালপুরে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন উদ্ধার

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর থানার তৎপরতায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছেন জামালপুর সদর থানার পুলিশ ।

০৩ সেপ্টেম্বর জামালপুর সদর থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে উদ্ধারকিত  ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন।

পুলিশ সুপার জামালপুর, জনাব, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, জামালপুর সদর থানা কর্তৃক আগষ্ট/২০২৫ মাসে সাধারণ ডায়েরি (জিডি) মূলে হারানো মোবাইল ফোনসমূহ তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছেন সদর থানার পুলিশ ।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জামালপুর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আতিক ফয়সাল,অফিসার ইনচার্জ জামালপুর সদর থানা ও জনাব, মোঃ মকবুল হোসেন পুলিশ পরিদর্শক(তদন্ত) জামালপুর সদর থানা।

উক্ত হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সদর থানার দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা এ এস আই (নিরস্ত্র) মোঃ আবুল মুনছুর।

এই সফল অভিযানে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা ও সেবার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হারানো জিনিস উদ্ধার করে  প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস বেড়েছে।

এবং কি হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকরা জামালপুর সদর থানার পুলিশদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।