Thursday, 20 March 2025

মাদারগঞ্জের পৌর সচিব জুলহাস উদ্দিনের নামে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

মাদারগঞ্জের পৌর সচিব জুলহাস উদ্দিনের নামে  মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তারিকুল ইসলাম মাদারগঞ্জ প্রতিনিধিঃ

ভিত্তিহীন মানহানিকর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন  মাদারগঞ্জ পৌর সভার সচিব জুলহাস উদ্দিন। ১৯ মার্চ বুধবার বিকাল ৪টায় মাদারগঞ্জ পৌরসভা কক্ষে এ সময় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি আইপি টেলিভিশনসহ কয়েকটি অনলাইন নিউজ পের্টালে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারগঞ্জ উপজেলার সদরাবাড়ী গ্রামে ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। যা সম্পূর্ণ বানোয়াট, সেখানে সত্য ঘটনা  উপস্থাপন করা হয়নি। যে জমি সংক্রান্ত বিরোধ চলছে তা একাধিক মালিকানাভুক্ত খতিয়ান। অভিযোগকারী মমিনুর ইসলামের পিতা, আঃ হক,চাচা আঃ রফিক এবং ফুফু লৎফা খাতুন ঘরোয়া বন্টনে রেকটমূলে ১৩৪ শতাংশ জমি বিক্রি করে নিঃস্বত্ববান হন। দলিল মূলে খাজনা খারিজ সম্পূর্ণ করা হয়েছে। 

জমিটি ৩০-৩৫ ফুট গভীর হওয়ায় ডোবার পাড়দিয়ে পিছনের তিনটি পরিবার চলাচল করত। ডোবাটি ৪ বছর পূর্বে ভরাট করলে পিছনের তিনটি পরিবার আলাদা আলাদা রাস্তা দাবি করে। জমির পরিমাণ অল্প হওয়ায় গ্রাম্য শালিশের মাধ্যমে ৬ফিটের একটি রাস্তা দিতে সম্মতি প্রকাশ করেন জুলহাস উদ্দিন ও তার পরিবার। উক্ত জমিতে এখনো ৬ফিটের রাস্তা বিদ্যমান আছে। ৫০ টি পরিবার উক্ত রাস্তা দিয়ে চলাচল করে তা সত্য নয়। তাছাড়া উক্ত জমিতে ১৯৯৪ দেওয়াল নির্মাণ করা হয়েছে। 

কিন্তু কিছু কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।