Monday, 19 May 2025

যুব সাংবাদিকদের নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী SRHR বিষয়ক প্রশিক্ষণ

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

যুব সাংবাদিকদের নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী SRHR  বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টারঃ সাকিব আহমেদ

যুব সাংবাদিকদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরির দুই দিনব্যাপী ময়মনসিংহে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণটি শনিবার(১৭ মে)শুরু হয়ে  সমাপনী রোববার (১৮ মে) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের আয়োজনে ওই প্রশিক্ষণে অংশ নেয় যুব সাংবাদিকরা।প্রশিক্ষণটি ব্র্যাকের ‘অধিকার এখানে, এখনই প্রকল্প’-এর আওতায় আয়োজিত হয়। 

প্রশিক্ষণে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য,বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাসসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার কৌশল সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট শাহানাজ শারমিন এবং দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সহকারী প্রশিক্ষক মিনহাজ উদ্দিন নিপুন। কোর্স সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্র্যাকের ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহের DYM নুসরাত জাহান ও জামালপুরের DYM কাকলি আক্তার।

প্রশিক্ষণে ময়মনসিংহ ও জামালপুরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।যেখানে নিজেদের অভিজ্ঞতা অর্জন ও সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে কর্মশালা হয়।

কর্মশালায় জামালপুর থেকে অংশগ্রহণকারী হলেন দৈনিক আমার সংবাদ জামালপুর প্রতিনিধি বিপুল মিয়া, দৈনিক জামালপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান (রিয়াদ),দৈনিক বাংলাবাজার ও জে নিউজ ২৪টিভির স্টাফ রিপোর্টার সাকিব আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রার জামালপুর প্রতিনিধি তৌকির আহাম্মেদ হাসু, দৈনিক আনন্দবাজার জামালপুর প্রতিনিধি শাকিল হাসান, মুভি বাংলা টিভির জামালপুর প্রতিনিধি আল-আমিন, আজকের আরবান স্টাফ রিপোর্টার  খোরশেদ আলম, সাপ্তাহিক বার্তা বাজার স্টাফ রিপোর্টার আল বিল্লাল খান, লাখো কন্ঠ সরিষাবাড়ী প্রতিনিধি স্বপন মাহমুদ, ঢাকা ক্যানভাস জামালপুর প্রতিনিধি ফারিয়াজ ফাহিম।

দুই দিনের এই প্রশিক্ষণ সম্পর্কে ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর মো. জিল্লুর রহমান বলেন, সাংবাদিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সম্পর্কে সঠিক ধারণা রাখা জরুরি। এর জন্য মূল শব্দাবলি, আইনি কাঠামো ও সাংস্কৃতিক সংবেদনশীলতা জানা প্রয়োজন। লিঙ্গভিত্তিক সহিংসতা, গর্ভপাত ও কিশোর বয়সের প্রজনন স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করতে হলে নৈতিকতা, গোপনীয়তা ও সম্মান বজায় রাখা আবশ্যক। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা এ সকল বিষয়ে সম্যক ধারণা লাভ করতে পারবে।