শুধু দেশ ও জনগণের পক্ষে JNEWS24TV.COM
জামালপুর প্রতিনিধিঃ
সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা নীরব কিংবা আত্মগোপনে থাকলেও জামালপুর জেলায় দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। এখানে ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর ঘনিষ্ঠজন, পৌরসভার এক কর্মচারী ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল খালেক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মেয়রের ঘনিষ্ঠ ছায়াসঙ্গী হয়ে পৌরসভার কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তার করছেন। ফলে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। নাগরিক সেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এমন পরিস্থিতিতে পৌরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন, এই অস্বাভাবিক ক্ষমতার দ্বন্দ্ব ও প্রভাব বিস্তার যেকোনো সময় অপ্রিয় ঘটনার জন্ম দিতে পারে। তবুও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা যেন একজন নির্বাচিত মেয়রের পরিবর্তে এক অঘোষিত প্রভাবশালীর ইচ্ছায় পরিচালিত হচ্ছে। ফলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই অচলাবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না সাধারণ মানুষ।
