শুধু দেশ ও জনগণের পক্ষে JNEWS24TV.COM
মোঃ ফরহাদ রেজাঃ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুমারচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এসময় বাড়ির আলমারির তালা ভেঙে নগদ ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বর্তমানে আহতরা চিকিৎসাধীন আছেন এবং হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, কুমারচর গ্রামের বাসিন্দা মো. সিরাজ-উদ-দৌলা পাথরেরচর বাজারে মধুমতি এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা করেন। তিনি দাবি করেন, তার পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করলেও প্রতিপক্ষের একদল হিংস্র ও সন্ত্রাসী প্রকৃতির লোক দীর্ঘদিন ধরে জায়গা-জমি ও মামলা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের সঙ্গে শত্রুতা করে আসছে।
বাদী অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে একদল আসামি দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, লাঠি, সাবল, পাইপ ও রড) নিয়ে তার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর আঘাত হানে। এতে সিরাজের ছোট ভাই ও ভাতিজা গুরুতর আহত হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিদের মধ্যে বিপ্লব মিয়া (৩৮) ভারি লাঠি দিয়ে আনজুয়ারা মাথায় আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। অপর এক আসামি ধারালো দা দিয়ে বাদীর ছোট ভাইকে লক্ষ্য করে কোপ মারলে তা তার হাতে ও কনুইতে লেগে মারাত্মক জখম হয়। এরপর আরও কয়েকজন আসামি লাঠি, রড ও সাবল দিয়ে এলোপাতাড়ি মারপিট চালায়।
হামলার পাশাপাশি আসামিরা বাড়ির আলমারির তালা ভেঙে নগদ ৭,১৪,৫০০ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মো. সিরাজ-উদ-দৌলা বাদী হয়ে ১১ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজন ও গুরতর আহত হয়েছেন এবং তারা বর্তমানে পার্শ্ববর্তী রাজীবপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।