Friday, 29 August 2025

জামালপুরে ভারতীয় মেডিসিন চোরাচালান আটক, অভিযানে লাখাধিক টাকার ওষুধ জব্দ।

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে ভারতীয় মেডিসিন চোরাচালান আটক, অভিযানে লাখাধিক টাকার ওষুধ জব্দ।

মোঃ ফরহাদ রেজাঃ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি 

জামালপুর, ২৯ আগস্ট ২০২৫: জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মেডিসিন জব্দ করা হয়েছে। লে. কর্নেল হাসানুর রহমানের নেতৃত্বে পাথরেরচর বিওপি সীমান্ত পিলার ১০৭৭/এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ পূর্ব পাথরেরচর এলাকায় Nimesulide-৯৮০ পিস, Dexamethasone-৫০০ পিস ও Cyproheptadine-৫০০ পিস আটক করে।

জব্দকৃত ওষুধ দেওয়ানগঞ্জ থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম চলছে। বিজিবি জানিয়েছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তারা দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে।