শুধু দেশ ও জনগণের পক্ষে JNEWS24TV.COM
মোঃ ফরহাদ রেজাঃ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর, ২৯ আগস্ট ২০২৫: জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মেডিসিন জব্দ করা হয়েছে। লে. কর্নেল হাসানুর রহমানের নেতৃত্বে পাথরেরচর বিওপি সীমান্ত পিলার ১০৭৭/এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ পূর্ব পাথরেরচর এলাকায় Nimesulide-৯৮০ পিস, Dexamethasone-৫০০ পিস ও Cyproheptadine-৫০০ পিস আটক করে।
জব্দকৃত ওষুধ দেওয়ানগঞ্জ থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম চলছে। বিজিবি জানিয়েছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তারা দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে।