Tuesday, 4 April 2023

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতারনার শিকার আল-আমিন

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতারনার শিকার আল-আমিন


স্টাফ রিপোর্টারঃ

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে মামলার শিকার হয়েছেন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের বাকিতুল্লার ছেলে আল-আমিন। একই গ্রামের মৃত ইন্তাজ আলীর মেয়ে কাকলী বেগম এ মামলা করে বলে জানিয়েছেন ভুক্তভোগি আল-আমিন।  

জানা যায়, এর আগেও কাকলী বেগম এর মোটা অংকের কাবিন নামাসহ একাধিকবার বিয়ে হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ নামের প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের সাথে কোর্টে কাবিন করে বিয়ে হয় কাকলীর। প্রায় ১০ বছর সেই বৃদ্ধের সাথে সংসার করার পর তাকে তালাক দিয়ে আল-আমিনের কাছে ২ লক্ষ টাকার কাবিননামা করে বিয়ে হয় কাকলীর।

অতঃপর ১ লক্ষ ৪০ হাজার টাকা বুঝে পেয়ে আল-আমিনকে তালাক দিয়ে পুনরায় সেই বৃদ্ধের কাছে বিয়ে বসেন কাকলী। অবশেষে ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী জিন্নাহকে তালাক দিয়ে ৫ লক্ষ টাকার কাবিননামা করে পুনরায় আল-আমিন এর কাছে বিয়ে বসেন কাকলী বেগম। এ ৫ লক্ষ টাকা উশুল এর জন্য আল-আমিন এর বিরুদ্ধে একটি মামলা করে কাকলী বেগম। এ ঘটনার সাথে মোহাম্মদ আলী জিন্নাহ জরিত আছে বলেও জানিয়েছেন আল-আমিন।

অবশেষে এ ধরনের প্রতরনামুলক মামলা থেকে রেহায় পেতে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আল-আমিন ও তার পরিবার। 


জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ী বাজারে দুর্গন্ধে অতিষ্ঠ মাছ-মাংসের বাজার

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ী বাজারে দুর্গন্ধে অতিষ্ঠ মাছ-মাংসের বাজার

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

দেওয়ানগঞ্জ  উপজেলার সানন্দবাড়ীতে  অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়।

পানি নিষ্কাশনের জন্য নির্মিত সানন্দবাড়ী বাজারের মেইন রাস্তার কোল ঘেসে ও মাছের এবং কাচা বাজার মিলিয়ে  প্রায় আধা কিলোমিটার ড্রেনের আবর্জনা ও পচা পানির দুর্গন্ধ বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে বাজারজুড়ে। ফলে চরম স্বাস্থ্যহানিতে ভুগছেন বাজারের ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণ।

সরেজমিন দেখা যায়, প্রায় ৩০ একর জায়গাজুড়ে অবস্থিত সানন্দবাড়ি  বাজারের যেখানে সেখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। বাজারের মাঝখান দিয়ে নির্মিত হয়েছে ড্রেন। দীর্ঘ দিন ধরে ড্রেনটির পুরো  অংশ আবদ্ধ রয়েছে।ফলে ময়লা আবর্জনাযুক্ত পানি নিষ্কাশিত হতে পারছে না।

মানুষের চলাচলের রাস্তায় উঠে এসেছে ড্রেনের পচা পানি। ড্রেনের দুই পাশে অবস্থিত খাবার হোটেল, মসজিদ, ক্লিনিক, চায়ের স্টল, ফলের দোকান, কাঁচাবাজার, মাছবাজার, দুধবাজার।

দোকানপাটের মধ্যে প্রবেশ করছে পচা পানি। সেই সাথে বেড়েছে মশার উপদ্রব। ডেঙ্গুজ্বরেও ভুগতে হচ্ছে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে।

হাট ইজারাদার নজরুল ইসলাম টোকন  বলেন, সানন্দবাড়ী  হাটটি সরকারিভাবে ১কোটি টাকার উপরে ডাক হয়। যেহেতু সরকার এখান থেকে অনেক টাকা রাজস্ব পায়, সেহেতু বাজার উন্নয়নে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 

এ বিষয়ে সানন্দবাড়ী  বাজারের ব্যবসায়ী মোঃ সুরুজ্জামান  বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলে আমাদের দোকানের মধ্যে পানি ঢুকে যায়। আমাদের বাজারে বৃষ্টির মৌসুমে ব্যবসা করতে হলে নানান ভোগান্তিতে পড়তে হয়। এগুলো দেখার কেউ নেই।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অত্র বাজারের নোংরা পরিবেশ থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ক্রেতা বিক্রেতাসহ পথচারী। কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করছি। 

সানন্দবাড়ীয বাজার বণিক সমিতির সভাপতি গাজিউর রহমান বলেন , বাজারের ড্রেনগুলো মাটি পরে ভরাট হয়েছে, যাতে করে একটু বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হয়।সরকারের কাছে আবেদন দ্রুত  সময়ের মধ্যে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। 

চরআমখাওয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী  বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল করিম লাভলু বলেন,বাজারের  পানি নিষ্কাশনের জন্য যে সব ড্রেনেজ ব্যবস্থা আছে এইসব ড্রেসগুলো যদি দক্ষিণ ও পূর্ব   পাশের জিনজিরাম   নদীর সাথে এটাস্ট করে দেওয়া হয় তাহলে  এই বাজারে পানি বদ্ধ  থাকবে না।ফলে জনসাধারণের চলাচলের সুফল বয়ে আসবে।

এ বিষয়ে  স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া  বলেন, সানন্দবাড়ী  হাটের উন্নয়নের জন্য এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  বেশ কিছু দিন আগে  অবহিত করা হয়েছে। 

তা ছাড়া বরাদ্দ না থাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে না। আশা করা হচ্ছে দ্রুত ড্রেন সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, সানন্দবাড়ী  হাটের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ইউ পি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর হামলায় প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর হামলায় প্রতিবাদে মানববন্ধন

হাসার আলী 

জামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী সুমনা আক্তার উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও  

মানিক গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের ছাত্রী ও স্থানীয় এলাকার লোকজন। 

সোমবার(৩ এপ্রিল)দুপুরে পৌরশহরে মোশারফগঞ্জ বাজারে মানববন্ধনে শওকত হাসান,রাশেদুল, সুফিয়া বেগমসহ বক্তব্য বলেন, সন্ত্রাসী মানিক তাহার দলবল নিয়ে অকৃতভাবে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। এবং পরীক্ষার্থী ছাত্রীর সুমনা আক্তারের উপর হামলা চালিয়ে ক্ষতবিক্ষত করেন। তাহার উপযুক্ত শাস্তির বিচারে দাবি করেন।

বক্তব্যে আরো বলেন দীর্ঘদিন থেকে তাদের জমি নিয়ে বিরোধ চলছে।

এই বিরোধের জেরে তাদের জমিতে নানা সময় হামলা, প্রভাব এবং প্রতিনিয়ত জীবন নাশের হুমকী দিচ্ছেন।

এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে ইসলামপুর থানা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলা তদন্তকারী এস আই আবু রায়হান জানান, সুমনা আক্তারের অকৃতভাবে হামলাকারীদের মধ্যে এজাহার ভুক্তি এক নং আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,বাকি আসামি দের আটক করার চেষ্টা চলছে।

Monday, 3 April 2023

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

 

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু  উত্তোলন

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫নং জোরখালি ইউনিয়নের যমুনা নদীর চর আতামারি গ্রামের এক অংশ থেকে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখার কেউ নেই। 

উক্ত এলাকার  স্থানীয়রা জানান জোড়খালি ইউনিয়নের চর আতামারি গ্রামের সন্তান মোঃরাঙ্গা মিয়ার নেতৃত্ত্বে  সংবদ্ধ বালুখেকো দলটি দির্ঘদিন যাবত এ বালু উত্তোলন করে যাচ্ছে। অব্যাহত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই ফসলী জমিতে ভাঙন ধরেছে । ভাঙনের ফলে সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সংবদ্ধ চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেনি । তাই সংশ্লিষ্ট প্রশাসনকে সংবাদ প্রকাশের মাধমে অবহিত করে চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারন কৃষকরা।

Saturday, 1 April 2023

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ১১ লক্ষ টাকার চেক বিতরণ

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ১১ লক্ষ টাকার চেক বিতরণ

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু পাইকগাছার ২২জন অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন। শনিবার (১লা এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু।

আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল মন্ডল, নির্মল কান্তি ঢালী, আজিজুল হাকিম, শাহাবুদ্দিন শাহিন, রায়হান পারভেজ রনি ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

Thursday, 30 March 2023

জিরা হাওয়া

জিরা হাওয়া

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাঘারচর বিজিবি কাম্প (বি ও পি ৩৫) আজ ৩০/০৩/২০২৩ ইং সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর উপজেলা নয়ারচর বাজার এলাকা থেকে নৌকায় করে নদী পথে ভারতীয় জিরা নিয়ে যাওয়ার সময় আটক করে। 

আটককৃত জিরা গুলো আজ বিকেল চারটায় বাঘারচর বিজিবি ক্যাম্পের পাশেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা যায়, নিলামে বিক্রিত জিরা পূর্বের মালিকগণই ক্রয় করে নেয়।

এসময় নিলামে ক্রয়কারী/ পূর্ব-মালিকগণ অভিযোগ তুলে বলেন, আমাদের ১৪/১৫ জন ব্যবসায়ীর মোট ১৬৬ বস্তা জিরা আটক করা হয়েছিল, যার মধ্যে ১৩০ বস্তা নিলাম হয়েছে তাহলে বাকী ৩৬ বস্তা জিরা কোথায় গেল? এ বিষয়ে ব্যবসায়ীগণ বিজিবি সদস্য/কর্মকর্তার দিকে আঙ্গুল তুলে বলেন, এগুলো নিশ্চয়ই বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে। 

অভিযোগে আরও বলেন, যে নৌকায় করে জিরা বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল  ঐ নৌকাটিও জব্দ করা হয় এবং পরে তা দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয় বাঘারচর বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাগণ। 

এই বিষয়ে বাঘারচর বিজিবি ক্যাম্পের কর্তব্যরত অফিসার কে প্রশ্ন করা হলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Tuesday, 28 March 2023

ট্রেন থেকে পা-ফসকে পড়ে, যাত্রীর মৃত্যু

ট্রেন থেকে পা-ফসকে পড়ে, যাত্রীর মৃত্যু

মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুর্শেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুর্শেদা বেগম উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকশেদ আলীর মেয়ে।

জানা যায়, মুর্শেদা বেগম ঢাকায় চিকিৎসার জন্যে বাড়ি থেকে ভোরে রওনা হন। দেওয়ানগঞ্জ স্টেশনে এসে কমিউটার ট্রেনের টিকিট নেন। স্টেশনের তিন নম্বর লাইনে দাঁড়ানো কমিউটার ট্রেন ছাড়ার সময় তিনি ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতের ভাই ফজলু মিয়া জানান, মুর্শেদা বেগম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে সোমবার কমিউটার ট্রেনে তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এসেছিলেন।

সহকারী স্টেশন মাষ্টার হাবিবুর রহমান জানান, মুর্শেদা বেগম কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- ট্রেন ছেড়ে দিলে ট্রেনে তখন তিনি উঠতে গিয়ে কাটা পড়েন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন জানান, ওই নারী অসুস্থ ছিলেন। ট্রেনে উঠতে গিয়ে সে ট্রেনে কাটা পড়ে। এ ব্যাপারে তার স্বজনদের কোনো অভিযোগ নেই।

ইসলামপুরে অবৈধ বালু দস্যুদের হামলায় আহত পল্লী চিকিৎসক

ইসলামপুরে অবৈধ বালু দস্যুদের হামলায় আহত পল্লী চিকিৎসক

ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অবধৈভাবে নদী ও ফসলী জমির চর কেটে বালু দস্যুরা বালু উত্তোলন করছে। ফসলী জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিকট স্থানীয় সচেতন মহল অভিযোগ দেওয়ায় বালু দস্যুরা মোরাদাবাদ বাজারে বিপুল নামে এক পল্লী চিকিৎকের ঔষুধের দোকানে হামলা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছে।

আহত ভোক্তভোগী তারিকুল ইসলাম বিপুলের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মোরাদাবাদ ঘাটে বালু ব্যবসায়ী হাসানুজ্জামান শাপলা, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, শালুক, রাজন, শিমুল গংরা অতর্কিত তার পাথর্শী মোরাদাবাদ বাজারের ঔষুধের দোকানে ঢুকে মারধর শুরু করে এবং দোকানের ৭০/৭৫ হাজার টাকা ক্যাশ লুট করে নিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে বালু উত্তোলনের বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ দিলে প্রাণে মেরে ফেলা ও হাত কেটে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। 

হামলা ঘটনায় প্রত্যক্ষদর্শী মুসলিম, ফরহাদ, মুল্লিক খানসহ বাজারের লোকজন জানান, শুক্রবার সন্ধ্যায় মোরাদাবাদ ঘাটের বালু ব্যবসায়ী হাসানুজ্জামান শাপলা, ইউপি সদস্য জাহিদুল ইসলামসহ একদল সন্ত্রাসী বিপুলের দোকানে অতর্কিত ঢুকে বিপুলকে মারধর করে তার গায়ের জামা কাপড় ছিড়ে ফেলে চেয়ার টেবিল ফেলে চলে যায়। 

স্থানীয়দের অভিযোগ, মোরাদাবাদ ঘাটে বালু ব্যবসায়ী হাসানুজ্জামান শাপলা, ইউপি সদস্য জাহিদুল ইসলাম গংরা সম্প্রতি আবারও প্রশাসনকে ম্যানেজ করে যমুনার নদীর পাথর্শীর শশারিয়াবাড়ী বেড়পাড়া জেগে উঠা যমুনার চরে ভলগেট দিয়ে রাতের আধাঁরে বালু উত্তোলন করে আসছে। ফলে চরের হাজার হাজার বিঘা ফসলি জমি ও যমুনা বামতীর সংরক্ষণ প্রকল্প হুমকি মূখে পড়েছে। বালু দস্যু চক্রটি কৌশলে বগুড়া সারিয়াকান্দি নামক স্থানের বালু মহলের প্রতিষ্ঠান থেকে বালি ক্রয়ের ক্যাশমোমো চালান সংগ্রহ করে উপজেলা প্রশাসনেক ম্যানেজ করে অপরিকল্পিভাবে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইয়েনের কোন তোয়াক্কা না করে ইসলামপুরের যমুনা বিভিন্ন স্পট থেকে ড্রেজারে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে। বাধঁ ও চরের ফসল ও জমি ভাঙ্গনের কবল থেকে রক্ষায় এই নিয়ে স্থানীয় সচেতন এলাকাবাসী বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় বালু দস্যুরা ক্ষিপ্ত হয়ে ওই পল্লী চিকিৎকের ওষুধের দোকানে হামলা করে। 

এ ব্যাপারে অভিযুক্ত হাসানুজ্জামান শাপলা ও ইউপি সদস্য জাহিদুল ইসলামের সাথে কথা হলে তারা পাশ কাটিয়ে যান।

ডিমের দাম কমায় ধ্বংসের পথে খামারিরা

ডিমের দাম কমায় ধ্বংসের পথে খামারিরা

মোঃ মাইনুল ইসলাম রিফাতঃ

সারাদেশে অস্বাভাবিকভাবে মুরগির ডিমের দাম কমায় ধ্বংসের পথে অধিকাংশ খামারিরা ৷

গত ৩ দিনে একনাগাড়ে ডিমের দাম কমলেও কমেনি উৎপাদণ খরচ যার মধ্যে উল্লেখযোগ্য মুরগির খাদ্য (ফিড) ও ওষুধ ৷ ফলে আর্থিকভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা ৷

খামারিরা বলেন "এ ক্ষতির জন্য তারাই দ্বায়ী যারা ডিমের দাম নির্ধারণ করে, ডিম কাঁচামাল হওয়া স্বত্তেও এর সরকারি মূল্য নির্ধারণ করা হয়না, আমরা চাই বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ যেন প্রতিনিয়তই ডিমের উৎপাদণ খরচ পর্যালোচনা করে নেজ্যমূল্য নির্ধারণ করে যান, দালালচক্রের হাত থেকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ জরুরী প্রয়োজন ৷"

ডিমের দাম কমানোর সময় কমাতে হবে উৎপাদণ খরচ, এমনি জোড় দাবি জানিয়েছেন খামারিরা ৷

Sunday, 26 March 2023

দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত

দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে  পালিত

শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  দিবসটি  পালন করা  হয়েছে। 

রবিবার (২৬ মার্চ) সূর্য উদয়ের সাথে সাথে  কেন্দ্রীয় শহীদ মিনার  পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। 

সকাল ৮ টার দিকে উপজেলা  প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে,  সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে  জাতীয় পতাকা উত্তোলন,  কুচকাওয়াজ পরিদর্শন,বীর মুক্তিযোদ্ধা   ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  সংবর্ধনা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন,সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক 

শাহজাহান আকন্দ, এমপির প্রতিনিধি বিকাশ কবির ইমরানসহ  বিভিন্ন  পর্যায়ের  সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী,  স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক   ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দান

ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দান

হাসর আলী ইসলামপুর প্রতিনিধিঃ 

জামালপুর ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে আফরোজা হক কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য ৮ শতাংশ জমি দান করলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সবুজ মিয়া। 

শনিবার (২৫মার্চ) বিকালে ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবর কমিউনিটি ক্লিনিকের জায়গাটি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমান,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক  আখন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএমএম আবু তাহের,সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম,সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান,সাধারণ সম্পাদক তমছের মন্ডলসহ আরো অনেকে।

Saturday, 25 March 2023

বাজারে দফায় দফায় বেড়ে চলছে নিত্যপণ্যের দাম।

বাজারে দফায় দফায় বেড়ে চলছে নিত্যপণ্যের দাম।

মোঃ ফরহাদ রেজা,  স্টাফ রিপোর্টারঃ

সারাদেশের মতো দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে মুরগির বাজারে অস্থিরতা বিরাজ করছে। সেইসঙ্গে বেড়েছে ডিমের দামও। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।

শনিবার (২৫মার্চ) দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে গত সপ্তাহের চেয়ে পাকিস্তানি মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৫০-৩৬০ টাকা, দেশি ৫৪০-৫৫০ টাকা এবং ব্রয়লার ২৫০-২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, গরুর মাংস গত সপ্তাহের মতোই ৬৭০-৭০০ টাকা এবং ছাগলের মাংস ৯০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পোলট্রি মুরগির ডিমের হালি ৪০-৪২ টাকা থেকে বেড়ে ৪৪-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান বলেন, সাধারণ মানুষ গরু ও ছাগলের মাংস কেনা কমিয়ে দিয়েছেন। এ কারণে মুরগির ওপর চাপ বেড়েছে। মুরগির খাবারের দাম বৃদ্ধির কারণে বাজারের চাহিদা অনুযায়ী খামারিরা মুরগি সরবরাহ করতে পারছেন না। ফলে মুরগির বাজারও অস্থির হয়ে উঠছে।

কাওনিয়ারচর বাজারে মুরগি কিনতে আসা ফরহাদ হোসেন বলেন, আজকে ২রা রমজান । সেহরিতে মাংসের স্বাদ বলতে আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্তদের মুরগিতেই ভরসা। কিন্তু যে হারে দাম বেড়েছে তাতে একটা ব্রয়লার বা পাকিস্তানি মুরগি কিনতেই চার থেকে পাঁচশ টাকা চলে যাচ্ছে।

সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি টমেটো গত সপ্তাহের মতো ২৫-৩০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, চালকুমড়া ৩০-৪০ টাকা, শসা ৩৫-৪০ টাকা, চিকন বেগুন ৩০-৩৫ টাকা, গোল বেগুন ৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, পেঁপে ২০ টাকা থেকে বেড়ে ৩০-৩৫ টাকা, করলা ৫০-৬০ টাকা, লেবু প্রতিহালি ২০-২৫ টাকা, কাঁচামরিচ ১১০-১৩০ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে দাম ৪০-৫০ টাকা, ধনেপাতা ৭০-৮০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, পটল ৫৫-৬০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা পিস বিক্রি হচ্ছে। আদা আগের মতোই ১৩০-১৪০ টাকা এবং রসুন ১১০-১২০ টাকা থেকে কমে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়। সজনে ডাঁটা ১৫০-১৬০ টাকা থেকে কমে ১৩০-১৪০ টাকা, মিষ্টি আলু আগের মতোই ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৫-২০ টাকা, শিল ও ঝাউ আলু ৩০-৩৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তারাটিয়া বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সপ্তাহের ব্যবধানে সবজির দাম ব্যপক হেরফের হয়ে গেছে।

১০০ টাকার সজনে এখন ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে । তবে রমজান উপলক্ষে গোল বেগুন ও শসার দাম আরও বাড়তে পারে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৮৭ টাকা এবং দুই লিটার ৩৭৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৫০-৫২ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের মতোই ১১৫-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেট আটা ৬৫ টাকা ও খোলা আটা ৫৮-৬০ টাকা, ছোলা বুটের দাম ৫-১০ টাকা কমে ৯০-৯৫ টাকা এবং প্যাকেট ময়দা ৭৮-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আগের মতোই মাঝারি মসুর ডাল ১১০-১২০ টাকা, চিকন মসুর ডাল ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা এবং বুটের ডাল ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুই মাছ ৩০০-৩৫০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা, পাঙাশ ১৭০-২০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতলা ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-২০০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বৃদ্ধির বিষয়ে ২নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, আমি রমজানের শুরুতেই প্রতিটা অলিতে গলিতে ঘুরে সব দোকানিদের সাথে কথা বলছি, হুট করে কেও যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করে।

Thursday, 23 March 2023

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে মিছিল।


রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে দেওয়ানগঞ্জের  সানন্দবাড়ীতে মিছিল।

মোঃ ফরহাদ রেজা,  স্টাফ রিপোর্টারঃ 

আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ (মার্চ)বৃহস্পতিবার  সন্ধ্যায় সানন্দবাড়ী  বাজারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলের আয়োজন করে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে শেষ হয়।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম.এ বারী আকন্দের  সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ।

এ সময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব আবু- শামা আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান,  সানন্দবাড়ী কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, চিথুলিয়াদিগর মহিয়ু সুন্নাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, সানন্দবাড়ী বাজার বনিক সমিতির সভাপতি গাজিউর রহমান, মাওলানা খলিলুর রহমান প্রমূখ। 

বক্তারা বলেন, এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তারা।