Tuesday, 4 April 2023

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতারনার শিকার আল-আমিন

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতারনার শিকার আল-আমিন


স্টাফ রিপোর্টারঃ

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে মামলার শিকার হয়েছেন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের বাকিতুল্লার ছেলে আল-আমিন। একই গ্রামের মৃত ইন্তাজ আলীর মেয়ে কাকলী বেগম এ মামলা করে বলে জানিয়েছেন ভুক্তভোগি আল-আমিন।  

জানা যায়, এর আগেও কাকলী বেগম এর মোটা অংকের কাবিন নামাসহ একাধিকবার বিয়ে হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ নামের প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের সাথে কোর্টে কাবিন করে বিয়ে হয় কাকলীর। প্রায় ১০ বছর সেই বৃদ্ধের সাথে সংসার করার পর তাকে তালাক দিয়ে আল-আমিনের কাছে ২ লক্ষ টাকার কাবিননামা করে বিয়ে হয় কাকলীর।

অতঃপর ১ লক্ষ ৪০ হাজার টাকা বুঝে পেয়ে আল-আমিনকে তালাক দিয়ে পুনরায় সেই বৃদ্ধের কাছে বিয়ে বসেন কাকলী। অবশেষে ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী জিন্নাহকে তালাক দিয়ে ৫ লক্ষ টাকার কাবিননামা করে পুনরায় আল-আমিন এর কাছে বিয়ে বসেন কাকলী বেগম। এ ৫ লক্ষ টাকা উশুল এর জন্য আল-আমিন এর বিরুদ্ধে একটি মামলা করে কাকলী বেগম। এ ঘটনার সাথে মোহাম্মদ আলী জিন্নাহ জরিত আছে বলেও জানিয়েছেন আল-আমিন।

অবশেষে এ ধরনের প্রতরনামুলক মামলা থেকে রেহায় পেতে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আল-আমিন ও তার পরিবার।