Tuesday, 20 December 2022

কুটামনি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা

কুটামনি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা


জুয়েল রানা:

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের অন্তগর্ত কুটামনি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি (অ্যাডহক কমিটি) সভাপতি নির্বাচিত হলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নর্ব নির্বাচিত সভাপতি মো: সেলিম রেজা । সেলিম রেজার ঘনিষ্ট জনের কাছে থেকে জানা যায়, তিনি ছাত্র রাজনীতি থেকেই বিভিন্ন সামাজিক  ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবাধ  প্রদচারণা ছিল। সেলিম রেজা জানান, অবহেলিত কুটামনি উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান্নোয়নে তিনি নিরলস ভাবে কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন । সেলিম রেজা গোপালপুর গ্রামের মৃত হানিফ উদ্দিন মেম্বারের তিন ছেলের মধ্যে বড়। 

ছাত্র রাজনীতে দক্ষতার সাথে ১৯৮৪ সালে কেন্দুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯সালে কেন্দুয়া থানা সাংগঠনিক শাখার ছাত্রলীগের  সহ-সভাপতি, ১৯৯৩সালে ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন সুনামের সাথে। ১৯৯৮সালে কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সদস্য , ২০১৩ সালে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ২০২২সালে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। 

এছাড়াও তিনি কেন্দুয়া কালিবাড়ী রায়হান স্মৃতি কিন্ডার গার্টেন স্কুলের  পরিচালকের দায়িত্বে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিন মেয়ে  এক ছেলের জনক সেলিম রেজা। কুটামনি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক খোরশীদ আলম।