রাসেল মাহমুদঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ঝাড়কাটা নদী আমির্তী গ্রামের অংশ থেকে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখার কেউ নেই ৷
উক্ত এলাকার স্থানীয়রা জানান ঘোষেরপাড়া ইউনিয়নের বিল্লাল মিয়ার ছেলে কমল এর নেতৃত্ত্বে সংবদ্ধ বালুখেকো দলটি দির্ঘদিন যাবত এ বালু উত্তোলন করে যাচ্ছে। অব্যাহত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই ফসলী জমিতে ভাঙন ধরেছে । ভাঙনের ফলে সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
সংবদ্ধ চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেনি । তাই সংশ্লিষ্ট প্রশাসনকে সংবাদ প্রকাশের মাধমে অবহিত করে চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারন কৃষকরা।