Wednesday, 21 December 2022

করিতান গ্রামে কৃষকের জমি থেকে জোরপূর্বক কাটা হচ্ছে মাটি

করিতান গ্রামে কৃষকের জমি থেকে জোরপূর্বক কাটা হচ্ছে মাটি


 স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের ইসলামপুর থানাধীন নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের করিতান গ্রামের বেরিবাধঁ সংলগ্ন একাধিক কৃষকের আবাদী জমি থেকে দির্ঘদিন যাবত অবৈধভাবে মাটি কেটে আসছে একটি প্রভাবশালী মহল। জানা যায় জয়নাল এর নেতৃত্ত্বে বাবুল মিয়া, সওদাগর, খোরশেদ আলমসহ বেশকিছু প্রভাবশালী ব্যক্তি এর সাথে জড়িত আছে। আরো জানা যায় এখান থেকে মাহিন্দ্রা গাড়ি দিয়ে প্রতিদিন প্রায়  ১০০ থেকে ১৫০ গাড়ি মাটি নিয়ে বিক্রি করা হয় বিভিন্ন জায়গায়। এলাকার স্থানীয়দের কাছ থেকে জানা যায় কৃষকদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে এখান থেকে প্রতিনিয়তই মাটি কেটে বিক্রি করা হচ্ছে অন্যথায় । এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কেউ এখানে টিকে থাকতে পারবেনা বলেও জানান এলাকাবাসী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগের পর ভূমি অফিসারকে সেই গঠনাস্থলে পাঠানোর আশ্বাস দেন তিনি।