Monday, 26 December 2022

কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন জাকির হোসেন।

কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন জাকির হোসেন।


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ী থানাধীন পোগলদিঘা ইউনিয়নের মোঃ জোরন আলীর ছেলে জাকির হোসেন দির্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন। জাকির হোসেন এর কাছ থেকে জানা যায় ২০১৯ সাল থেকে তিনি এই কিডনী রোগ সমস্যার সম্যুক্ষীন হন। ২০২২ এর অক্টোবর মাস থেকেই শুরু হয় তার ব্যয়বহুল ডায়ালাইসিস চিকিৎসা। প্রতি সপ্তাহে তার দুইটি ডায়ালাইসিস করতে হয় যার খরচ প্রায় দশ (১০) হাজার টাকা। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য বর্তমানে জাকির হোসেন তার পরিবার মানবেতর জীবন যাপন করছেন।

বিষয়ে স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়তার দুইটি কিডনীই অকেজো হয়ে পড়েছে। ডাক্তার বলেছেন যত দ্রæ সম্ভব একটি কিডনীর ব্যবস্থা হলেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু এত টাকা দিয়ে কিডনী স্থানান্তর করার স্বাধ্য নেই জাকির হোসেন কিংবা তার পরিবারের

এমাবস্থায় তার চিকিৎসা বহাল রাখার জন্য সরকার দেশবাসীর কাছে বিশেষ আর্থিক সহায়তা চেয়েছেন জাকির হোসেন তার পরিবার।