এম কাওসার সৌরভঃ
শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই দুর্গন্ধযুক্ত নোংরা পানি জমে থাকে এই স্থানটিতে।
যেন দেখার কেউ নেই, নির্মূলেও নেই কোন উদ্যোগ।
শহরের যেম নিরশনে এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম, তাই রাস্তার এই স্থানটিতে নোংরা পানি জমে থাকাতে,
মানুষের ভোগান্তিও কষ্ট চরম আকার ধারণ করেছে।
জামালপুর পৌর মেয়রের সুদৃষ্টি আকর্ষণ করছি.