Saturday, 24 December 2022

ইসলামপুরে জাতীয় পার্টির চিনাডুলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের দ্বি বার্ষিকী সম্মেলন

 

ইসলামপুরে জাতীয় পার্টির চিনাডুলী ইউনিয়ন ১নং ওয়ার্ডেদ্বিদ দ্বি বার্ষিকী সম্মেলন


হাসর আলী 

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর জাতীয় পার্টি চিনাডুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এর  দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুঠাইল বাজার আলহেরা আইডিয়াল একাডেমিত প্রঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ।

জাতীয় পার্টি ১ নং ওয়ার্ডে  সভাপতি ফেলু শেখ ঘুতুর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা সাবেক যুব সংহতি এড,আনিছুর হক মানিক, সেচ্ছা সেবক পার্টি আহবায়ক মালেক, জাতীয় পাটি জেলা পৌর আহবায়ক সাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সচিব জিল্লুর রহমান বিপু, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসুর সরকার,সাইফুল ইসলাম আরজু মিয়া, জেলা জাতীয় পার্টি সদস্য হারুন অর রশিদ উপজেলা জাতীয় পার্টি সদস্য আল- আমিন মাষ্টার,রোকনুজ্জামান সবুজ, আব্দুল খালেক, রাজা, জাতীয় সেচ্ছা সেবক পার্টি  সভাপতি জুয়েল সরকার, উপজেলা যুব সংহতি আহবায়ক শাহিন,যুগ্ম আহবায়ক জহুরুল মন্ডল, উপজেলা মহিলা জাতীয় পার্টি সহ-সভাপতি আনিছা বেগম,চিনাডুলী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আব্দুস ছাওার সাধারণ সম্পাদক আতিকুর রহমান লাঞ্জু,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হিরু প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি ফেলু শেখ ওরুফে ঘুতু এবং হানি শেখ কে সাধরণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দ্দেশ দেন।