স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ কোরিয়া সিউলের একটি অভিজাত হোটেলে, সকলের সম্মতিক্রমে, মোঃ রফিকুল ইসলাম ভুট্টো কে সভাপতি ও তফাজ্জল হোসেন রনো কে সাধারণ সম্পাদক করে(২০২২-২০২৫ )মেয়াদি ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ।
দলের কার্যক্রম সক্রিয় রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করতে নতুন করে পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়।
উক্ত কমিটি তে উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে কিম সিরাজি রবিন,আরশাদ আলম ভিকি ও গিরিজা প্রসাদ ভট্টাচার্য সহ আরো কয়েকজন জায়গা পেয়েছেন।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ: হিরন বাবু, লুলু জামালি , সাইফুল হক ,সুজন শাহ,মিজান ,জাহিদ রেজা,শামস তাবরীজ খান, ওমর ফারুক, আশরাফুল আলম ও জসিম উদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, মোঃ আবু নঈম রাহাত, বাপ্পি হোসান ,এইচ এম হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন, শেখ ওমর আলী, আব্দুল ওয়াদুদ জনি সরকার, লুৎফর রহমান, হাসানুজ্জামান ও মাহবুবুর রহমান।
মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মুন ও শেলী সরকার।
উক্ত কমিটিতে আরো রয়েছেন, কোষাধ্যক্ষ - শ্রী অশোক দাস , আইন বিষয়ক সম্পাদক - বাপ্পি চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদ - মোঃ বদরুজ্জাম , তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক - আসাদুজ্জামান রহমান, সমাজ কল্যা ণ বিষয়ক সম্পাদক - সুরঞ্জিত দাস , দপ্তর সম্পাদক - কায়সার আহমেদ , ধর্ম বিষয়ক সম্পাদক - নাজমুল হক মজুমদার ও সনজিৎ গোস্বামী।
উক্ত অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ভুট্টো বলেন,দলের কার্যক্রম অব্যাহত রাখতে ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে , সকলের সম্মতি ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছ
সকল নিয়ম-নীতি,বীধি নিষেধ অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ থেকে দলের সকল কার্যক্রম পরিচালনা করবো , ইনশাআল্লাহ ।