হাসর আলীঃ
ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২৩ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী বাছাই সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলার পৌর শহরে বিভিন্ন মসজিদে স্থাপিত ৮টি কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই তালিকা সম্পন্ন করা হয়।
জানা যায়, ইসলামপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ৩০৭ টি কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রাক-প্রাথমিক স্তর ১৭৮টি, বয়স্ক সহজ কোরআন শিক্ষা ০৩টি, সহজ কোরআন শিক্ষার জন্য ১২৬টি প্রত্যেক কেন্দ্রে ৩০ জন করে শিক্ষার্থী বাছাই করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার মোঃ আলতাফুর রহমান, সাংবাদিক হোসেন শাহ ফকির, মৌজাজাল্লা ফকির বাড়ী ওয়াক্ত মসজিদের শিক্ষিকা তানিয়া আক্তারসহ বিভিন্ন মক্তব্যের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।