Sunday, 11 December 2022

মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়িতে মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি ঘর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর পরিবারের সদস্যরা পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং বরাদ্দকৃত সরকারি ঘর নির্মাণের ব্যবস্থা করার দাবি জানিয়ে এবং পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার পরিবার এবং এলাকাবাসী। 

আজ রবিবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের রাজার মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণে যারা বাঁধা দিচ্ছে সেই কামরুন্নাহার ও তার ছেলেদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

এলাকাবাসী প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর ঘর নির্মাণে বাঁধা দেওয়া মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেয়াদবি করা।

মুক্তিযোদ্ধার পরিবারের পাশে থাকায় স্বর্ণপদক প্রাপ্ত  জনপ্রিয় চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলের বিরুদ্ধে মিথ্যাচার করায় তীব্র নিন্দা জানাই। 

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মোজাম্মেল হক কান্না জড়িত কন্ঠে বলেন, আমার পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে সবার সহযোগিতা চাই। 

মানববন্ধনে অংশ নিয়ে শহীদ মুক্তিযোদ্ধার নাতনি তানিয়া আক্তার বলেন, আমরা সম্পত্তি উদ্ধার এবং 

সরকারি ঘর নির্মাণে মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল জানান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন পাঠান এবং সরিষাবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উপজেলা নির্বাহী কমকর্তা উপমা ফারিসার নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধার বেদখল জমি উদ্ধার এবং বরাদ্দকৃত ঘর নির্মাণ করার ব্যবস্হা করতে গেলে কামরুন্নাহার ও তার ছেলেরা বাঁধা প্রদান করে আবার আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি এর নিন্দা জানাই। আমি মুক্তিযোদ্ধার পরিবারের পাশে আছি, থাকবো।