Sunday, 1 January 2023

ইসলামপুরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করেন.... ধর্মপ্রতিমন্ত্রী

 

ইসলামপুরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করেন.... ধর্মপ্রতিমন্ত্রী

হাসর আলী

জামালপুরের ইসলামপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩শিক্ষাবর্ষের ৩০৭টি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।  

রবিবার(১জানুয়ারি)সকালে ইসলামপুর মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমাননের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন,জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ(বিএসসি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের ফিল্ড অফিসার মোবারক হোসেন ও উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মোঃ সাইফুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার আলতাফুর রহমানসহ মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক মন্ডলী ও স্থানীয়  আওয়ামীলীগের নেতৃবৃন্দ।