আসিফ বিল্লাহঃ
জামালপুরের মাদারগঞ্জ থানাধীন বালিজুরি মোড় সংলগ্ন রাস্তার পাশে মোঃ বেলাল হোসেন এর ক্রয়কৃত এক অংশের জমি দির্ঘদিন যাবত জোড়পূর্বক ভোগদখল করে আসছে একই এলাকার ইসরাইলের ছেলে পান্না, সুমন, রাসেলসহ একটি প্রভাবশালী চক্র ৷
এ বিষয়ে ভুক্তভোগী বেলাল হোসেন জানান, উক্ত জমিটির সিএস, আরওআর ও বিআরএস এর তথ্য ভূল থাকায় ঐ জমির উপর বহুদিন আগে একটি মামলা হয়েছিল ৷ পরে জামালপুর জজ কোর্ট থেকে খারিজ করার পর হাইকোর্ট থেকে খারিজ করে সুপ্রিম কোর্টে প্রিটিশন করেন ভূল তথ্যে থাকা জমির মালিক সুজন কুমার আগরবল (হিন্দু বাবু) ৷
সম্প্রতি এক (০১) জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার দিকে মাদারগঞ্জ থানার সামনে পুলিশ সুপ্রিমকোর্ট থেকে পাওয়া ঐ জমিতে কাজ বন্ধ রাখার নোটিশ নিয়ে বেলাল হোসেনকে উপস্থিত করলে ইসরাইল এর ছেলে পান্না বেলাল হোসেনকে অপমান অপদস্থ এবং পুলিশের সাথে একরকম ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি করে ৷ এক পর্যায়ে কোর্টের সেই নোটিশ বেলাল হোসেন এর কাছ থেকে কেড়ে নিয়ে টেনে ছিড়ে ফেলে পান্না মিয়া ৷
পরে সেখান থেকে মাদারগঞ্জ থানার এসআই এনামুল হক কবির এর সহায়তা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করেন বেলাল হোসেন ৷
অবশেষে বিষয়টি নিয়ে বেলাল হোসেনকে একটি মামলা দাঁড়় করাতে বলেন মাদারগঞ্জ থানার এসআই এনামুল হক কবির ৷