সুজন মিয়া স্টাফ রিপোর্টারঃ
রবিবার (২২ইং) তারিখ আশুলিয়া জামগড়া ছয় তালা বেরণ তেতুলতলা এলাকায় আকবর হোসেন মৃধার নিজস্ব অর্থায়নে, নবী হোসেনের কুলখানির এ অায়োজন করা হয়।
মৃত নবী হোসেন ( ৭০),সাত ছেলে এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায় নবী হোসেন আজ থেকে ২০ বছর আগে, আলতাফ উদ্দিন মৃধার বাড়ির কেয়ারটেকার ছিলেন। সেই সুবাদেই তার এ আয়োজন।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রায় এক হাজার লোককে নিজবাড়িতে দাওয়াত দিয়ে খাওয়া-দাওয়া করান তিনি।
এ বিষয়ে আকবর হোসেন মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, নবী হোসেন শুধু আমার বাড়ির কেয়ারটেকারই ছিলেন না, তিনি ছিলেন খুব কাছের একজন মানুষ। তিনি আমাদের বাড়ির কেয়ারটেকার থাকা অবস্থায়, অত্যন্ত দায়িত্ব ও গুরুত্বের সাথে তার সকল কাজ করে গেছেন।
কখনো কোন কাজে অবহেলা করতেন না। তিনি একজন বিনয়ী মানুষ ছিলেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে, তার মৃত্যুর পর কুলখানি দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি। সকলে নবী হোসেনের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।
দাওয়াতি মেহমান মোঃ তারাজ উদ্দিন ভুইঁয়া ও মোঃ জিয়া বলেন এত সুন্দর অনুষ্ঠান ও খাবার পরিবেশন অকল্পনীয় আকবর হোসেন মৃধা আসলেই একজন শ্রমিক বান্ধব নেতা ভালো মনের মানুষ যে ব্যক্তির কোন অহংকার নেই, তার উদারতা আমাদের মুগ্ধ করেছে আমরা তার সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।