নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর সদর উপজেলার ১১নং শাহাবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামে অন্যের জমিতে গাছ লাগিয়ে ভোগদখলের চেষ্টায় আছে ভূমিখেকো একটি প্রভাবশালী মহল। কৈডোলা গ্রামের মৃত ঢামু শেখের ছেলে আলাল উদ্দিন এর ১৬ শতাংশ জমিতে দির্ঘদিন আগে ৬টি গাছ লাগিয়েছিল মৃত সাজু মন্ডল এর ছেলে ময়েন মিয়া ।
রাস্তার পাশে থাকা বসত ভিটার ঐ জমিটি বর্তমানে মূল্যবান হওয়ায় সেই জমির উপর নজর পড়ে ভূমিখেকো একটি প্রভাবশালী চক্রের । এর পর থেকেই শুরু হয় জমির মালিক আলাল উদ্দিন এর উপর নানান ধরনের অমানুষিক অত্যাচার।
জানা যায়, আলাল উদ্দিন তার ঐ বসত ভিটার জমিতে ৬টি গাছ কেটে ফেলতে বললে তাতে বাধাঁ প্রদান করে ময়েন মিয়া ও তার ছেলে শাকিল, কালাম এর ছেলে সুজন, শাজাহান আলীর ছেলে জহির পচাঁসহ একটি প্রভাবশালী মহল। তাদের এই অত্যাচার সহ্য না করতে পেরে ভুক্তভোগী আলাল উদ্দিন বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের কাছে জানালে তাঁরা সবগুলো গাছ কেটে ফেলতে বললেও গন্ডগলটি চলমান রাখার জন্য সেখান থেকে মাত্র ২টি গাছ কাটে ময়েন মিয়া।
এরই জের ধরে গত ২৪ ডিসেম্বর শনিবার ভোর ৬.৩০ মিনিটের সময় ময়েন মিয়া ও তার পরিবারের লোকজন মিলে আলাল উদ্দিনের স্ত্রীর উপর আক্রমণ করে। অতঃপর খবর পেয়ে স্ত্রীকে আহত অবস্থায় জামালপুর জেনার্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করে আলাল উদ্দিন ।
অবশেষে স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার আগে জামালপুর সদর এর নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দিয়ে আসে ভুক্তভোগী আলাল উদ্দিন।