সুজন মিয়া স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনেটির মূল উদ্দেশ্য, সমাজে হতদরিদ্র, খেটে খাওয়া, সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করা।
বাংলাদেশ জলবায়ু অনুযায়ী শীত মৌসুম শুরু হয়, ডিসেম্বর মাসেই আর তা প্রকপ হয়ে উঠে জানুয়ারি মাসে।হত দরিদ্রদের বস্ত্র সংকটের কারণে শীত নিবারণে ব্যার্থ হয় তারা। এতে করে শীত মৌসুমে নানান শারীরিক জটিলতায় পড়তে হয়। নিউমোনিয়া সহ নানা ফুসফুসের রোগে আক্রান্ত হয় তারা।
তাই তো হত দরিদ্র,খেটে খাওয়া মানুষের দুঃখ ,কষ্ট , দুর্দশা লাঘব করতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নেন এবং তারই ধারাবাহিকতায়,তিন দিন ব্যাপী শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম রাসেল ( ভি .পি রাসেল ) ,ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও (ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক) মোঃ চাঁন মিয়া , দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য , এবং ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি, রফিকুল ইসলাম ভুট্টো ,
সহ-সভাপতি নুরজাহান পারভীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,আনোয়ার হোসেন খান, বজলুর রহমান কাজল, সম্মানিত সদস্য শাহনাজ সুলতানা।
উক্ত অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি আবুল কালাম রাসেল বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনময়মনসিংহ জেলা, পরিচালনা করা হয় বঙ্গবন্ধুর আদর্শ দ্বারা। এ সংগঠনটি বঙ্গ কন্যা শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে পরিচালিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন গরীব অসহায়ের দুঃখ-কষ্ট দেখে, চুপ করে থাকতে পারতেন না ঠিক তেমনি আমাদের সংগঠনটিও নিয়মিত সমাজের কল্যাণে ও গরিব অসহায়ের দুঃখ-কষ্ট দেখে বিভিন্নভাবে সাহায্যে সহযোগিতা করে থাকে। আমরা সংগঠনের প্রতিটি সদস্য বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলি এবং বঙ্গবন্ধুর দেখানো পথে সোনার বাংলা গড়তে বঙ্গ কন্যা ও দেশনেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। তারই যোগ্য উত্তরসরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ,আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব ইনশাআল্লাহ।