Friday, 10 February 2023

ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাসর আলীঃ

জামালপুরের ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল এর দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ৮ ফেব্রুয়ারি ক্রীড়া ও স্কাউট পতাকা উওোলন এবং বেলুন ও শান্তির প্রর্তীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা একাডেমি সুপার ভাইজার মামুন-অর-রশিদ। হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ম্যানেজিং কমিটি আয়োজনে শিক্ষাঅনুরাগি ম্যানেজিং কমিটির সদস্য আমিনুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ,ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত আলী,মজনু মিয়া,মোস্তাফিজুর রহমান মামুন,মনজুরুল  ইসলাম, আব্দুল সালাম লাল মিয়া ও এস আই দেলুয়ার হোসেন বক্তব্য রাখেন। 

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি এ প্রতিযোগিতা পুরস্কার বিতারণ ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।