Friday, 10 February 2023

বিশিষ্ট সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা

বিশিষ্ট সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান। স্মরণসভায় জেলার কর্মরত সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

স্মরণ সভায় সভাপতিত্ব করেন  জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।