জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া
জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা জাফরশাহী রেল স্টেশনকে বিগ্রেডে উন্নতি করার ঘোষনা দিলেন বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মোঃ কামরুল আহসান। শনিবার দুপুরে জামালপুর জেলার সরিষাবাড়ির ভাটারা জাফরশাহী রেল স্টেশনের প্ল্যাটফর্ম উদ্বোধন কালে তিনি এ ঘোষনা দেন। ঢাকাস্থ ভাটারা সমিতির সভাপতি ও দূর্নীতি দমন কমিমশন ব্যাুরোর উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্ল্যাটফর্ম উদ্বোধনীতে বক্তব্য দেন,ঢাকাস্থ ভাটারা সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান,রেলওয়ে ঢাকা অফিসের প্রকৌশলী মোঃ শফিকুর রহমান,সমাজ সেবক আমিনুল ইসলাম ও রবিউল ইসলাম ফিরোজ প্রমুখ। দীর্ঘ দিনের জাফরশাহী রেল স্টেশনটি বন্ধের উপক্রম হয়েছিল, ঢাকাস্থ ভাটারা সমিতির কর্মকর্তাদের প্রচেষ্টায় স্টেশনটি আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে বলে জানান এলাকাবাসী।