Tuesday, 21 February 2023

"আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড"২০২২ইং।


"আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড"২০২২ইং।

মাঈনুদ্দীন মালেকিঃ

প্রথমবারের মতো দুবাই কনসুলেটের উদ্যাগে বৈধ পন্থায় রেমিট্যান্স বাড়াতে এবং রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ দিতে কনসুলেট ময়দানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বায়ান্ন জন যোদ্ধা ও ৩৯ জন সিআইপির হাতে সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনসুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোং আবু জাফর। 

অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান করা উচিত।প্রবাসীদের সম্মান করায় বাংলাদেশ সরকারের কর্তব্য বলে অবহিত করেন।এই সম্মানে সম্মানিত হয়ে ভবিষ্যতে বৈধ পথে আরও রেমিট্যান্স বাড়বে আশা ব্যক্তকরেন।