Monday, 20 February 2023

ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক   অনুষ্ঠান অনুষ্ঠিত।

সুজন মিয়া স্টাফ রিপোর্টার,,

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের ,ঘোষের পাড়া ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঘোষেরপাড়া ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে, এবং খোরশেদ আলম লাল মিয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানটি উদ্বোধন করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী  লুলু জামালি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোবাশ্বির হাসান এবং জামালপুর জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বাবলু ,মোহাম্মদ জাকির হোসেন অধ্যক্ষ, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রী কলেজ আড়াই হাজার, নারায়ণগঞ্জ।

ক্রীড়া পরিচালনা করেন, আঞ্জুরা পারভীন,অনুষ্ঠানে বালক বালিকাদের জন্য পৃথক পৃথক ক্রিড়ার ব্যবস্থা করা হয়েছে। 

দ্বিতীয় পর্যায়ে, পড়ন্ত বিকেল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায়, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি লুলু জামালি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতেও উন্নয়ন চোখে পড়ার মত। দেশেকে শতভাগ শিক্ষার আওতায় আনতে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের সাথে সাথে যদি সমাজে যারা বিত্তবান রয়েছে সকলে সার্বিক সহযোগিতা করে তাহলে, নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে, দেশের উন্নয়নে যোগ হবে নতুন দিগন্ত। আমি প্রবাস জীবন গ্রহণ করে দক্ষিণ কোরিয়ায় বসবাস শুরু করেছি। কিন্তু আমার নিজ দেশ নিজ এলাকার প্রতি একটুও টান কমেনি। সুযোগ পেলে মন চায় নিজ দেশের জন্য কি  নিজ এলাকার জন্য কিছু করি। তাই বিভিন্ন সময় আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা করে থাকি। ভবিষ্যতেও আমি এমন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করব ইনশাল্লাহ।