Saturday, 18 February 2023

বারুয়ামারী হাজী মানিক সরকার স্মৃতি স্মরণে পারিবারিক মিলনমেলা ও দোয়া মাহফিল

বারুয়ামারী হাজী মানিক সরকার স্মৃতি স্মরণে পারিবারিক মিলনমেলা ও দোয়া মাহফিল

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের বারুয়ামারী এলাকার  হাজী মানিক সরকার স্মৃতি স্মরণে পারিবারিক মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।শনিবার দুপুরে বারুয়ামারী দারুণ আকরাম মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঃ সুলতান। এসময় উপস্থিত ছিলেন শেরপুর দি চেম্বার অব কমার্সের  সভাপতি মাসুদ মিয়া, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, শেরপুর পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের  মানবসম্পদ বিভাগের সহকারী অধ্যাপক   মোহাম্মদ  মিলন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বতে ছিলেন আফজাল হোসেন বিদ্যুৎ, মাহবুবুর রহমান কাজল ও এ. এইচ. এম মোর্শেদ আলম লিপু। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন  তায়্যিবাহ বিনতে মেজবাহ। পারিবারিক মিলনমেলা বংশের সকল আত্মীয় স্বজনরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।