Saturday, 11 March 2023

অনুষ্ঠিত

 

অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে শহরের সেতুলি বেম্বু গার্ডেনে জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, জাতীয় পার্টির চেয়ারম্যান ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির আহমেদ, সিনিয়র যুগ্মসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিপটন প্রমুখ। 

সভাপতি  মোস্তফা আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও কাজী খোকন কে সাংগঠনিক সম্পাদক করে একটি পূণাঙ্গ কমিটি  নেতাকর্মীদের মাঝে ঘোষণা করা হয়। 

জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন 

জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সাত্তার, আবুল কালাম আজাদ, 

আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান,  যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য  মোখলেছুর রহমান বস্তু, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ইয়াসিন আলী আকন্দ, বকশিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, মাদারগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক মাস্টার সহ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।