জামালপুর প্রতিনিধিঃবিপুল মিয়া
জামালপুর রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন জামালপুর বাইপাস রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধন করেন স্বারাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। উদ্বোধন অনুষ্ঠানে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল,সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,সাবেক সিনিয়র সচিব ড.জাফর উদ্দিন,দুর্নীতি দমনের কমিশনার জহুরুল হক,অতিরিক্ত আইজিপি মাহবু্ুবুর রহমান,ময়মনসিংহের সিটি মেয়র ইকরামুল হক টিটু,ময়মনসিং রেঞ্জ ডিআইজি বাবু দেব দাসভট্টাচার্য্য,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,পুলিশ সুপার নাছির আহমেদ,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ,সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ ও জামালপুরের পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন, ঢাকা ও চট্টগ্রাম ছাড়া এতো বড়পরিসরে কোন জায়গায় এ ধরনের ক্লাব হয়নি এখনও। তিনি এ ক্লাবের মাধ্যমে অনেক জ্ঞান উৎকর্ষে কেন্দ্র হবে বলে তার বক্তব্যে বলেন।