Monday, 20 March 2023

জামালপুর জেলার শ্রেষ্ঠত্বের পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বে দ্বিতীয় স্থান অর্জন করেন ডাংধরার ইমাম মাওলানা শামছুল আলম।

জামালপুর জেলার শ্রেষ্ঠত্বের পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বে দ্বিতীয় স্থান অর্জন করেন ডাংধরার ইমাম মাওলানা শামছুল আলম।

মোঃ ফরহাদ রেজা, স্টাফ রিপোর্টারঃ

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার নির্বাচিত ১২জন ইমামদের নিয়ে সোমবার ২০ মার্চ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে এক শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষার অনুষ্ঠিত হয়। এবারের বিভাগীয় পর্যায় ২য় স্থান নিয়ে সুনাম কুড়ালেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ১নং ডাংধরা ইউনিয়নের কবিরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামছুল আলম। তিনি ২০০৮-০৯ অর্থ বছরে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা কেন্দ্র থেকে নিয়মিত বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ ও পরবর্তিতে আনুষাঙ্গিক বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের আলোকে এলাকার মসজিদে জুম’আর খুৎবায় নানা ভাবে মানুষকে সচেতন করে আসছেন। যৌতুক, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সামাজিক সমস্যা নিরসন ও সরকারের উন্নয়নমুখী নানা বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ব্যাপারে অগ্রণী ভুমিকা পালনের পাশাপাশি কৃষি- বনায়ন, শিক্ষা, চিকিৎসা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তার অবদান ব্যাপক।

তারই অবদানের স্বীকৃতি স্বরুপ ২০০৯-১১ অর্থ বছরে জেলার শ্রেষ্ঠ ইমাম ও একাধিক বার জেলার শ্রেষ্ঠ (মক্তব) শিক্ষক নির্বাচিত হন তিনি। গত ১৬ মার্চ২০২৩ ইং বৃহস্পতিবার জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন থেকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়ে ময়মনসিংহ বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় অংশগ্রহন করে বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ ইমামের কৃতিত্ব অর্জন করেন।

তাঁর এই অর্জন আরো অগ্রসর হয়ে জাতীয় পর্যায়ে উপনীত হবে বলে এলাকাবাসীর কামনা।