মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ১০ নং ইউনিয়নের ৫ নং জিড়ি পাহাড় ওয়ার্ডে পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে এলাকার কিছু চিহ্নিত দুর্বৃত্ত। সরেজমিনে পরিদর্শন করে নিউজ সংগ্রহ করতে গেলে সাংবাদিক কে হুমকি দেন অবৈধ মাটি বিক্রেতা মোঃ আবদুর সত্তার(৬০)প্রকাশ চড়য়ইয়্যা পিতাঃ মৃত মনির আহম্মেদ সাংঃ জয়নগর ০৫ নং ওয়ার্ড (ঝিড়ি পাহাড়) থানা : দক্ষিণ রাংগুনিয়া জেলা চট্টগ্রাম এবং যে এই অবৈধ মাটি নিয়ে যাচ্ছে শহিদুল ইসলাম( ৩৬)প্রকাশ শহিদুল্লাহ পিতা: মৃত আবদুল্লাহ সাং: জয়নগর ০৫ নং ওয়ার্ড (ঝিড়ি পাহাড়) থানাঃ দক্ষিণ রাংগুনিয়া জেলা চট্টগ্রাম, মহি উদ্দিন(৩০) পিতা: আবুল হাসেম সাং: জয়নগর ৫ নং ওয়ার্ড থানা দক্ষিণ রাংগুনিয়া জেলা চট্টগ্রাম, সাইফুউদ্দিন(২৫) পিতা: ঐ সাং ঐ থানা ঐ জেলা ঐ আরো কয়েক জন মামুন,ইলিয়াস, সোহেল সহ আরো কয়েকজন মিলে সাংবাদিকদের ভিডিও করতে বাধা দেন এবং প্রান নাসের হুমকি দেন।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় শহিদুল ইসলাম অত্র ওয়ার্ডের ইউপি সদস্যের ভাগিনা হওয়ার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে পাহাড়ের সরকারি গাছ এবং সরকারি পাহাড় কেটে নিয়ে যায়। নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান এদের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী বিব্রত। এদের অবৈধ কর্মকাণ্ডের কেউ প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয়।
তাদের এসব অবৈধ কর্মকাণ্ডে থেকে এলাকা বাসী মুক্তি চাই এবং প্রশাসনের প্রতি অনুরোধ করেন এই অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহন করেন।