Thursday, 9 March 2023

তানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যানের কাজ পরিদর্শনঃ


তানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যানের কাজ পরিদর্শনঃ

এম, শামসুল আলম,তানোর উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর নিচপাড়া গ্রামের মসজিদ হতে- গিয়াসের বাড়ী পর্যন্ত "পানি নিষ্কাশনের ড্রেন  নির্মাণ" কাজের মাপযোগ ও  নির্মাণ কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন; অত্র ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, জনাব মোঃ ফজলে রাব্বী মিঞা ফরহাদ মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রী রাম কমল সাহা- সভাপতি, কৃষকলীগ তানোর উপজেলা শাখা, আরো উপস্থিত ছিলেন জনাব, মোঃ আলাউদ্দিন আলী প্রামাণিক, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ।