Tuesday, 7 March 2023

জামালপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল মিয়াঃ

নানান উৎসাহ উদ্দীপনা,আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আামার সংবাদ পত্রিকার ১০ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার  রাতে জামালপুর  প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিপুল মিয়ার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। 

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন। 

বক্তারা বলেন,দৈনিক আমার সংবাদ হটি হাটি পা পা করে ১১ তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে অবিচল যাত্রা অব্যাহত রেখেছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের নির্ভুল খবর প্রকাশে সাহসিকতায় স্বীয় অবস্থান নিশ্চিত করেছে দৈনিক আমার সংবাদ। নিপীড়িত, নিষ্পেষিত, দরিদ্র মানুষের অন্যতম শক্তি হিসেবে, সেবা এবং সংগ্রাম দুটি বিষয়টিকে আলিঙ্গন করে অদম্য গতিতে এগিয়ে চলছে আমার সংবাদ।

প্রধান অতিথির বক্তব্যে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, বাংলাদেশে বর্তমানে পাঠকপ্রিয় যে কয়টি সংবাদপত্র রয়েছে, তার মধ্যে অন্যতম একটি পত্রিকা দৈনিক আমার সংবাদ। অতীতের মতো দৈনিক আমার সংবাদের প্রতি, পাঠক ও শুনুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের অকুন্ঠ সমর্থন প্রত্যাশা করেণ তিনি।

এসময় জামালপুর প্রেসক্লাবের সদস্য,সহযোগী সদস্য, কর্মরত সাংবাদিকবৃন্দ সহ দৈনিক আমার সংবাদ পত্রিকার পাঠিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।