Wednesday, 8 March 2023

জামালপুর জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জামালপুর জেলা পুলিশের  উদ্যোগে  আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিপুল মিয়াঃ

জামালপুর জেলা পুলিশ   যথাযথ মর্যাদায় ৮ মার্চ  আন্তর্জাতিক নারী দিবস পালিত  হয়েছে। জামালপুর    পুলিশ সুপার কার্যালয় হলরুমে নারী দিবস উপলক্ষে জেলা পুলিশ জামালপুর -৩  ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ( বি পি ইউ এন) জামালপুর উদ্যোগে আলোচনা সভা ও র ্যালী  আয়োজন করা হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন সুমন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ,রিজার্ভ অফিসার আনোয়ার শরিফ,উন্নয়ন সংঘের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,  নারী উদ্যোক্তা  সাঈদা পারভীনসহ আরো অনেকে। নারী দিবস উপলক্ষে বক্তারা নারীকে এগিয়ে যাওয়ার  জন্য সকলকেই সহযোগিতা হাত বারিয়ে দেওয়া জন্য  আহবান জানান।