Sunday, 30 April 2023

পাসন্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু লাখি

পাসন্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু লাখি

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলায় মেলান্দহ উপজেলায় স্বামী কর্তৃক এক গৃহবধূ নির্মম নির্যাতনের শিকার হয়েছে। ২৯ এপ্রিল শনিবার দুপুর ২টায় রায়ের বাকাই এলাকার সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার এক সন্তানের জননী গৃহবধূ লাখি বেগম বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকার মতলেব ওরফে মতে সাথে প্রায় ৪ বছর পূর্বে লাখি বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই মতলেব ওরফে মতে স্ত্রীকে বিভিন্ন ভাবে শারিরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বিয়ের পর থেকেই যৌতুকের চাপ সৃষ্টি করলে গৃহবধূ লাখি বেগম বাবা ও ভাইরা বিভিন্ন সময়ে প্রায় দুই লক্ষ টাকার বেশি টাকা তার স্বামী মতলেব ওরফে মতেকে প্রদান করে। এতেও তার অত্যাচার থেকে রক্ষা পায়নি গৃহবধু লাখি বেগম। এর আগেও গত মাস পূর্বে মতলেব ওরফে মতে লাখি বেগমকে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এতে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিল লাখি বেগম। সর্বশেষ ২৯ এপ্রিল শনিবার দুপুর ২টার দিকে মতলেব ওরফে মতে তার শশুর বাড়ী থেকে আনা ২টি গরু জোর করে হাট বিক্রির উদ্দেশে নিতে চাইলে লাখি বেগম বাধা দিলে এই ঘটনাকে কেন্দ্র করে লাখি বেগমকে গালমন্দ করতে থাকে পরবর্তীতে লাখি বেগমের সতিনের ছেলে সবুজ ও সজিব ও তার সতিনের ছেলের বৌ মারুফা আক্তার মিলে লাখি বেগমকে এলোপাথারিভাবে কিল ঘুষি মারতে থাকে ও ঘরে থাকা রড দিয়ে তার পিঠে ও পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মতলেব ওরফে মতে ও তার প্রথম পক্ষের ছেলে ও ছেলের বৌ  লাখিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি এনে জবাই করতে চাইলে আশপাশের লোকজন এসে লাখি বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।