Friday, 14 April 2023

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

 

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু  উত্তোলন

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুরের সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঝিনাইদহ নদীর চরজামিরা গ্রামের এক অংশ থেকে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখার কেউ নেই। 

উক্ত এলাকার  স্থানীয়রা জানান ১নং কেন্দুয়া  ইউনিয়নের চরজামিরা গ্রামের সন্তান মোঃআহামত মেম্বার নেতৃত্ত্বে  সংবদ্ধ বালুখেকো দলটি দির্ঘদিন যাবত এ বালু উত্তোলন করে যাচ্ছে। অব্যাহত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই ফসলী জমিতে ভাঙন ধরেছে । ভাঙনের ফলে সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সংবদ্ধ চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেনি । তাই সংশ্লিষ্ট প্রশাসনকে সংবাদ প্রকাশের মাধমে অবহিত করে চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারন কৃষকরা।