Sunday, 9 April 2023

মেলান্দহ বেতমারী হাইওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মেলান্দহ বেতমারী হাইওয়ে  সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুর মেলান্দহ উপজেলায় বেতমারিতে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত।

রবিবার ০৯ এপ্রিল  সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে মেলান্দহ বেতমারী ঈদগাহ মাঠ সংলগ্ন হাইওয়ে সড়কে  এ ঘটনা ঘটে। 

মেলান্দহর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি (ঢাকা মেট্রো ঠ-১১-২৯৯৪ ) নং পিকআপ ০২ যাত্রী ও ০১ জন চালক জামালপুর শহরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে মেলান্দহে বেতমারী ঈদগাহ মাঠের কাছে সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নং (ঢাকা মেট্রো  ট-১৩-৬২৯৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা ০২ যাত্রী ০১চালক মোট ০৩জন নিহত হন।নিহতারা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার আবুল করিমের ছেলে শাহ্ আলম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মণ (২৭) ও গাড়ি চালক জামালপুর সদর উপজেলার শ্রীপুর এলাকার কাজল মিয়া (৩৫)। তাঁর সবাই বেসরকারি গ্রামীণফোন কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ পিকআপ ও ট্রাকটি আটক করেছেন।   

মেলান্দহ থানার ওসি আরো জানান মরদেহগুলো হাসপাতালের  মোর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।